দুর্গাপুরের সামিয়া,তিন ক্যাটাগরিতে পেয়েছে ইয়েস কার্ড

Share the post

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: বহু বছর পর আবারো বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর মাধ্যমে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। ইতোমধ্যে সারা দেশের ১৯টি জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা প্রায় শেষ হয়েছে। নেত্রকোণার জেলার দুর্গাপুর উপজেলা থেকে সামিয়া আক্তার (১০), প্রাথমিক পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে তিনটিতেই ইয়েস কার্ড পেয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনটি ক্যাটাগরি হলো দেশাত্ববোধক গান, লোকগীতি ও হামদ নাত।

সামিয়ার জন্ম এক সাধারণ সাংস্কৃতিক পরিবারে। তার দাদা কবি আবুল বাশার, যিনি দুর্গাপুরের সাহিত্য অঙ্গনে সুপরিচিত এক নাম। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহী সামিয়া কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজ প্রচেষ্টা ও পরিবারের অনুপ্রেরণায় গান শেখে। তার বাবা, সংস্কৃতিকর্মী শামীম মিয়া মেয়ের পাশে থেকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। সাতাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সামিয়া। ইতিমধ্যে দুর্গাপুর উপজেলা ভিত্তিক প্রতিযোগিতায় গান গেয়ে প্রথম হয়েছিলো।

আগামী ৮ অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’র অডিশন পর্ব, যেখানে সামিয়া অংশ নেবে তার সুরেলা কণ্ঠে। সে সকলের কাছে দোয়া চেয়েছে যেন সে নিজের প্রতিভা দিয়ে এলাকার সুনাম অক্ষুন্ন রাখতে পারে। স্থানীয় সংস্কৃতিকর্মী ও শিক্ষাবিদরা জানিয়েছেন, সামিয়ার এই সাফল্য দুর্গাপুরের শিশুদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।

সামিয়ার পিতা শামীম মিয়া বলেন, “আমার মেয়ের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই। এই সুযোগ আমি দিতে পারি নাই। তবুও তার মনোযোগ আর ভালোবাসা দিয়ে গান শেখে সেটাই আমাদের গর্ব। আমরা সকলের দোয়া চাই, যেন সে আরও দূর যেতে পারে। আপনারা সামিয়ার জন্য দোয়া করবেন।

অজপাড়া গ্রামের এই ছোট্ট কণ্ঠশিল্পীর সাফল্যের গল্প প্রমাণ করে প্রতিভা কখনো সীমাবদ্ধ থাকে না। সুযোগ ও অনুপ্রেরণাই পারে এক শিশু হৃদয়ের স্বপ্নকে উড়িয়ে দিতে আকাশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিভাগীয় শ্রেষ্ট্রত্ব ধরে রেখেছেন তালা উপজেলার ইউএনও দীপা রানী সরকার

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী অফিসার দীপারানী সরকার খুলনা বিভাগীয় পর্যায়ে কর্মদক্ষতায় সফলতা তৃতীয়বার ধরে রেখেছেন। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভ কামনা। আপনার কর্মদক্ষতা রুখতে যতবাঁধা আসুখ আপনাকে এগিয়ে যেতে হবে। তালা উপজেলা আপনার পাশে রয়েছে। তালাবাসি জানায়, ইউ,এনও দীপারানী সরকার যোগদানের পর থেকে দিবারাত্র পরিশ্রম […]

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দুপক্ষের মারামারি, আহত-১০

Share the post

Share the postকবির হোসেন রাকিব,রামগতি(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ীর দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়েছে।গতকাল সোমবার সকালে ঘটনাটি ঘটেছে আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম ৬নং ওয়ার্ডের মিজি কলোনী সংলগ্ন মিজি বাড়ীতে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রামগতি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। স্থানীয়রা জানায়, ওহাব […]