দুর্গাপুরের প্রখ্যাত বাউল আরজ আলী কে সংবর্ধনা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সংবর্ধনা দেয়া হলো বাউল শিল্পী আরজ আলী কে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সংগঠন শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংগঠনের উপদেষ্টা মোরশেদ আলমের সঞ্চালনায় ও পলাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক মামুন রণবীর। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহŸায়ক ও ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতি সভাপতি মো. রফিকুল ইসলাম, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবি সাজ্জাদ খান, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সিপিবি সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামসুল আলম খান, কবি সজীম শাইন, কবি লোকান্ত শাওন, কবি বিদ্যুৎ সরকার, শিল্পী রাকিব হাসান, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাতুল খান রুদ্র, সাংবাদিক রাজেশ গৌড় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিভা কখনো বিফলে যায় না। অনাদরে পরে থাকা শিল্পী আরজ আলী এখন আমাদের গর্ব। নিজের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজ পৌঁছে গেছেন জাতীয় পর্যায়ে। গত ১৫ এপ্রিল ঢাকার মানিক মিয়া এভিনিউতে জাতীয় পর্যায়ের এক অনুষ্ঠানে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় বাউল আরজ আলী কে। সেখানে সঙ্গীত পরিবেশন করে মাননীয় সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মহোদয়ের কাছ থেকে কুড়িয়েছেন বিশেষ সম্মাননা। এ মাটির সন্তান বাউল আরজ আলী। তার এই কৃতিত্বের জন্য স্থানীয় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এই সংবর্ধনা প্রদান করেন। আলোচনা শেষে বাউল আরজ আলী, উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পী রাকিব হাসান ও কন্ঠশিল্পী শেখর সঙ্গীত পরিবেশন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]