তাপদাহে অতিষ্ঠ নীলফামারীর জনজীবন

Share the post
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান , নীলফামারী প্রতিনিধি:রোদের প্রখর তাপে নীলফামারীর জলঢাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সূর্যের প্রচন্ড তাপ আর বাতাস যেন আগুনের ছোঁয়া। সকাল থেকেই সূর্য তেঁতে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়তে থাকে।প্রচন্ড গরমের তাপদহে প্রাণীকূল ও জনজীবনে উঠেছে চরম হাঁস ফাঁস। মানুষ আকাশের দিকে দুই চোখে চেয়ে থাকে একটু বৃষ্টির আশায়। এমন আবহাওয়ার মাঝে প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভাইরাস জ্বর, পেটের পীড়া সহ বিভিন্ন  রোগ। এবারের  প্রখর রোদের তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গৃহপালিত পশু-পাখিরা গরম থেকে একপরশ শীতল স্বস্তি পেতে পুকুর বা ডোবায় নেমে  বসে আছে। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টের শেষ নেই খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদের। গরমে অতিষ্ঠ হয়ে পুকুর সহ ক্যানেলের  পানিতে লাফালাফি করতে দেখা যায় ছেলেদের।
আর মানুষ প্রয়োজন  ছাড়া ঘরের বাহিরে না গিয়ে কাজের ফাকে  একটু স্বস্তির আশায় গাছের ও বাঁশ বাগানের নিচে হাত পাখা নিয়ে  বসে থাকেন। আর ঘরে থেকে বের হলেও রোদ ও গরম থেকে বাঁচতে ছাতা নিয়ে  বের হন।জলঢাকা  বাজারের কয়েকজন অটো, রিক্সা ভ্যান চালক  ও গ্রামের  কৃষক সহ শ্রমিকরা জানান, সংসারের খাবার সংগ্রহের জন্য রোদ কি আর ঝড় বাদল কি! কাজ না করলে অনাহারে থাকতে হবে।
এদিকে, গরমের এ সময়ে ফলের বাজারে ফলের চাহিদা থাকায় বাজারে এখন দাম চরা। জলঢাকা বাজারে আসা ক্রেতা শাম্মি  আক্তার এ প্রতিবেদককে বলেন, ‘৪/৫ দিন আগে যে ফল ১৩০ টাকা থেকে ১৫০ টাকায় কিনেছিলাম  এখন সে ফলের মূল্য হয়েছে ২০০ / ২৫০ টাকা।
তিনি আরও বলেন, ‘বাজারগুলো ভালো ভাবে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয় তাহলে কেউ সিন্ডিকেট করতে পারবে না।’
উপজেলা উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক  জানান, ‘এ আবহাওয়ায় এখন ভাইরাস জ্বর, পেটের পীড়া সহজ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রয়েছে। প্রতিদিন গড়ে ২০-২৫ জন করে এসব রোগী দেখছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বলেন, ‘গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া দিনমজুরদের হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। হাসপাতালে পেটের পীড়াজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে রোগীদের মধ্যে বয়স্করা বেশি। রয়েছে ভাইরাস জ্বর ও জল বসন্তের রোগীও।’তিনি আরও বলেন, ‘বেশি বেশি বিশুদ্ধ পানি পান করতে হবে। সেই সঙ্গে করোনা প্রতিরোধে সকল স্বাস্ব্যবিধি মেনে চলতে হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তেঁতুলিয়ায় চেয়ারম্যানের অফিসে তালা, পরিষদ আসেন না চেয়ারম্যান

Share the post

Share the postমুহম্মদ তরিকুল  ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে বিপুলসংখ্যক টাকা বিভিন্নভাবে লোকজনের কাছ থেকে নেওয়ার অভিযোগে উঠেছে। প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার প্রতিদিন  ইউনিয়ন পরিষদ চত্বরে টাকা নেওয়ার জন্য ভিড় করছেন। এদিকে পরিষদে আসেন না চেয়ারম্যান। সরকার পতনের পর থেকে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে দু’একবার দেখা গেলেও আর দেখা যায়নি, জানান […]

জলঢাকায় শিক্ষকদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Share the post

Share the postহাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বিকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের উদ্যোগে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থের্ষী মহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত ও পদত্যাগ পত্রে জোরপূর্বক  সাক্ষর নেওয়ার প্রতিবাদে […]