তাপদাহে অতিষ্ঠ নীলফামারীর জনজীবন

Share the post
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান , নীলফামারী প্রতিনিধি:রোদের প্রখর তাপে নীলফামারীর জলঢাকার জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সূর্যের প্রচন্ড তাপ আর বাতাস যেন আগুনের ছোঁয়া। সকাল থেকেই সূর্য তেঁতে থাকে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রাও বাড়তে থাকে।প্রচন্ড গরমের তাপদহে প্রাণীকূল ও জনজীবনে উঠেছে চরম হাঁস ফাঁস। মানুষ আকাশের দিকে দুই চোখে চেয়ে থাকে একটু বৃষ্টির আশায়। এমন আবহাওয়ার মাঝে প্রাদুর্ভাব দেখা দিয়েছে ভাইরাস জ্বর, পেটের পীড়া সহ বিভিন্ন  রোগ। এবারের  প্রখর রোদের তাপে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গৃহপালিত পশু-পাখিরা গরম থেকে একপরশ শীতল স্বস্তি পেতে পুকুর বা ডোবায় নেমে  বসে আছে। তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কষ্টের শেষ নেই খেটে খাওয়া দিনমজুর শ্রমিকদের। গরমে অতিষ্ঠ হয়ে পুকুর সহ ক্যানেলের  পানিতে লাফালাফি করতে দেখা যায় ছেলেদের।
আর মানুষ প্রয়োজন  ছাড়া ঘরের বাহিরে না গিয়ে কাজের ফাকে  একটু স্বস্তির আশায় গাছের ও বাঁশ বাগানের নিচে হাত পাখা নিয়ে  বসে থাকেন। আর ঘরে থেকে বের হলেও রোদ ও গরম থেকে বাঁচতে ছাতা নিয়ে  বের হন।জলঢাকা  বাজারের কয়েকজন অটো, রিক্সা ভ্যান চালক  ও গ্রামের  কৃষক সহ শ্রমিকরা জানান, সংসারের খাবার সংগ্রহের জন্য রোদ কি আর ঝড় বাদল কি! কাজ না করলে অনাহারে থাকতে হবে।
এদিকে, গরমের এ সময়ে ফলের বাজারে ফলের চাহিদা থাকায় বাজারে এখন দাম চরা। জলঢাকা বাজারে আসা ক্রেতা শাম্মি  আক্তার এ প্রতিবেদককে বলেন, ‘৪/৫ দিন আগে যে ফল ১৩০ টাকা থেকে ১৫০ টাকায় কিনেছিলাম  এখন সে ফলের মূল্য হয়েছে ২০০ / ২৫০ টাকা।
তিনি আরও বলেন, ‘বাজারগুলো ভালো ভাবে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয় তাহলে কেউ সিন্ডিকেট করতে পারবে না।’
উপজেলা উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক  জানান, ‘এ আবহাওয়ায় এখন ভাইরাস জ্বর, পেটের পীড়া সহজ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রয়েছে। প্রতিদিন গড়ে ২০-২৫ জন করে এসব রোগী দেখছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  বলেন, ‘গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে খেটে খাওয়া দিনমজুরদের হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। হাসপাতালে পেটের পীড়াজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে রোগীদের মধ্যে বয়স্করা বেশি। রয়েছে ভাইরাস জ্বর ও জল বসন্তের রোগীও।’তিনি আরও বলেন, ‘বেশি বেশি বিশুদ্ধ পানি পান করতে হবে। সেই সঙ্গে করোনা প্রতিরোধে সকল স্বাস্ব্যবিধি মেনে চলতে হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]