তথ্যমন্ত্রী কাল চট্টগ্রাম আসছেন
নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি আগামিকাল (২৩ এপ্রিল) সকালে সড়কপথে চট্টগ্রাম আসছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও তথ্যমন্ত্রীর জনসংযোগ সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রী ভোরে ঢাকা থেকে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চলমান মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধ ও চট্টগ্রামের অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয় এবং তদারকি সংক্রান্ত সরকারি পর্য়ায়ের প্রথম বৈঠকে অংশ নেবেন।
বৈঠকে চট্টগ্রাম জেলায় ত্রাণ সমন্বয় ও তদারকির দায়িত্ব পাওয়া সরকারের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ছাড়াও গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য. সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ ও চট্টগ্রামের শীর্ষ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
এরপর রাতে তথ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার দায়িত্বশীল আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে করোনা প্রতিরোধে রাঙ্গুনিয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠক করার কথা রয়েছে।
পরদিন (শুক্রবার) সকালে ফের সড়কপথে তথ্যমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।