

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি)চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা বাউরিয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের মহব্বত খাঁর বাড়ির মোঃ আব্দুল আজিজ মেহেদী (২৪) ঢাকা হাতিরঝিলে নির্মম ভাবে হত্যার শিকার হয়ছেন। মেহেদী বর্তমান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।রাজধানীর হাতিরঝিল থেকে সোমবার সকালে মশারি পেঁচানো হাত পা বাঁধা মেহেদীর লাশ উদ্ধার করেছে মতিঝিল থানার পুলিশ।
নিহত মেহেদীর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা এখনোও জানা যাই নি তবে হত্যাকারী কে চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।