ঢাকা মেডিকেল কলেজের ডাক্তারদের কমপ্লিট শাটডাউনের প্রভাব পরেনি মুন্সিগঞ্জের হাসপাতাল গুলোতে
মোঃ খায়রুল ইসলাম হৃদয়,মুন্সিগঞ্জ প্রতিনিধি: শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় আঘাত নিয়ে নিউরোলজি বিভাগে চিকিৎসা নিতে আসে এমতো অবস্থায় মারা যায় একটি রোগী। রোগী টি মারা গেলে রোগীর পরিবার ডাক্তারদের চিকিৎসার গাফিলতি দেখিয়ে ডাক্তারদের উপর চড়াও হয়ে কর্তব্যরত ডাক্তারের গায়ে হাত তুলে।এ ঘটনার পরে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সারা বাংলাদেশের সকল ডাক্তারদের নিরাপত্তা হীনতাই ভোগছেন। এ বিষয়টি জানিয়ে তাদের চিকিৎসা সেবা সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন। এর-ই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিভাগীয় হাসপাতাল, জেলা হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে ডাক্তাররা।কোথাও কোথাও উপজেলা পর্যায়ে ও চিকিৎসা সেবা বন্ধ রেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের দেয়া কমপ্লিট শাটডাউনে সমর্থন জানিয়ে।
তবে এর ভিন্নচিত্র দেখা যায় মুন্সিগঞ্জের জেলা হাসপাতার গুলোতে।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল সহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মতো প্রতেকটি উপজেলায় আজ রবিবার সারাদিন চিকিৎসা সেবা প্রদান করেছে প্রতেক হাসপাতালের ডিউটিরত চিকিৎসকগন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃআবু হেনা মোহাম্মদ জামান জানায়,তারা সারাদিন হাসপাতালে সেবা নিতে আশা রোগীদের চিকিৎসা দিয়েছেন।তিনি আরো জানান মুন্সিগঞ্জের সব কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্সে ও ধারাবাহিক ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।