ডুমুরিয়ায় ইউপি নির্বাচনে আচারণ বিধি,আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটর খুলনা : খুলনার ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
সভায় আচরণ বিধি বিষয়ে প্রেজেন্টেশন উপস্হাপন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস। সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, নির্বাচনের রিটার্ণিং অফিসার সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সভায় আরো বক্তব্য দেন প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান পদ প্রার্থী শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, মোস্তফা কামাল খোকন,এস এম জাহাঙ্গীর আলম, গাজী তৌহিদুজ্জামান, বিএম জহুরুল হক,মাসুদ রানা নান্টু,এম,এম ইমরান হোসেন, হাফেজ মাও: ওয়াহেদুজ্জামান,তুহিনুল ইসলাম, গাজী আবুল হাসান, শেখ হেলাল উদ্দিন প্রমূখ।