টাকার জন্য সহকর্মীকে খুন, গ্রেপ্তার ৩

Share the post

টাকার জন্য সহকর্মীকে খুন করে ড্রামে করে ফেলে দেওয়া দিয়েছে রাস্তায়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তিন বন্ধু মিলে হত্যা করে ফেলে যায় মিরপুর কলেজের পেছনে। এ ঘটনায় তিনজনকে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৯ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জুয়েল রানা একটি সিগারেট কোম্পানির ডেলিভারিতে কাজ করেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ডেলিভারির কাজ শেষে ইয়াবা সেবন করে সহকর্মীদের সাথে যোগ দেয় নিজেও।তাদের মধ্যে মিরাজ ও সাইফুলও পূর্বে একই কোম্পানিতে কাজ করলেও পরে তারা আলাদা প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই জনই বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত থাকায় জুলয়কে বেছে নেন পাওয়া টাকা পরিশোধের হাতিয়ার হিসেবে। কারণ জুয়েলের কাছে সিগারেট বিক্রির টাকা থাকে সেই খবর তারা জানতো। রাতে জুয়েল তাদের কাছে আসলে অতিরিক্ত ইয়াবা খায়িয়ে জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় হত্যার পর জুয়েলের কাছে থেকে তিশ হাজার টাকা নেয় মিরাজ আর সাইফুল নেয় ৪২ হাজার টাকা আর রাসেলকে দেওয়া হয় ১০ হাজার টাকা। পরে লাশ কার্ভাড ভ্যানে রেখেই বিভিন্ন স্থানে তারা মাল ডেলিভারি করেন। হত্যার আগেই কিনে রাখা হয় ড্রাম, বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করতে ড্রামে ফেলে দেওয়া হয় মিরপুর কলেজের পেছনে লাভ রোডে।

মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার  আ. স. ম মাহাতাব উদ্দিন জানান, এই ঘটনার রহস্য উদঘাটন সহায়তা করেছে নিহত জুয়েলের গায়ে টি-শার্ট। তাদের বিরুদ্ধে যাথযত আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রাসেল এরই মধ্যে মাদক মামলার জেল খেটেছে। এই ঘটনায় মিরপুর মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করার করেছে নিহতদের স্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]