ঝালকাঠি: সাবেক স্বামীর ফ্ল্যাট দখলে বিএনপি নেত্রী, জেবাকে ঘিরে তোলপাড়!

Share the post

ঢাকার অভিজাত বারিধারা কূটনৈতিক এলাকায় সাবেক স্বামীর ফ্ল্যাট দখলে গিয়ে হিজড়া ও বহিরাগতদের নিয়ে হট্টগোল সৃষ্টি করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আলোচিত নেত্রী জেবা আমিন খান। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বহিরাগতদের সহায়তায় ভবনের দুটি তালাবদ্ধ ফ্ল্যাট ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন জেবা আমিন খান। পরে অবস্থা খারাপ দেখে পুলিশ ফ্ল্যাট দুটি তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়।

মূলত প্রাক্তন স্বামীর অনুপস্থিতিতে মব সৃষ্টি করে ওই বাসায় হামলা চালানো হয়। সূত্র জানায়, কানাডায় অবস্থানরত ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মালিক মোকাররম হোসেন খানের অনুপস্থিতিতে তার সাবেক স্ত্রী জেবা আমিন খান রাতের আঁধারে একদল হিজড়া, মাস্তান ও নারী-পুরুষ নিয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালান। ভবনের সিকিউরিটি গার্ডদের হুমকি-ধমকি দিয়ে ভবনের মূল ফটক ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা।স্থানীয়রা জানান, সেসময় গৃহকর্মীদের জিম্মি করে রাখা হয়। অভিযোগ রয়েছে, ফ্ল্যাট থেকে কিছু মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে এসে তালা লাগিয়ে চাবি নিয়ে চলে যায়!এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তারা কোনো অভিযুক্তকে আটক না করে বরং দুই ফ্ল্যাট তালাবদ্ধ করে চাবি নিয়ে চলে যায়। এতে প্রশ্ন উঠেছে পুলিশি ভূমিকা নিয়ে।

ফ্ল্যাট দুটিতে থাকা পোষা পাখি ও বিড়ালগুলো এখন খাদ্য ও পানির অভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।ডিভোর্স ৬ বছর আগেই, তবুও দখলের চেষ্টা!২০১৮ সালে আইনগতভাবে বিবাহ বিচ্ছেদ হয় মোকাররম হোসেন খান ও জেবা আমিন খানের। বিচ্ছেদের পর থেকেই জেবা আমিন তার সাবেক স্বামীর পরিবারের প্রতি বিভিন্নভাবে হয়রানি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এবার সরাসরি ফ্ল্যাট দখলের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী ও পরিচিতজনেরা।

জেলা বিএনপির হেভিওয়েট এই নারী নেত্রীকে ঝালকাঠি-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে এমন বিতর্কিত আচরণ রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক বার্তা ছড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপির ভেতর থেকেও অনেকেই জেবা আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।ওই ভবনটির বাসিন্দারা জানিয়েছেন, তালাবদ্ধ ফ্ল্যাটের ভেতরে থাকা পোষা প্রাণীগুলোর বেঁচে থাকা এখন প্রশ্নের মুখে। তারা অবিলম্বে তালা খোলার ব্যবস্থা এবং প্রাণীগুলোর রক্ষা নিশ্চিত করার দাবি জানান। তাছাড়া রাতের অন্ধকারে বিএনপি নেত্রীর এমন কর্মকাণ্ডে নিরাপত্তাহীন মনে করছেন তারা।

 

এদিকে জেবা আমিন খানের এমন কর্মকাণ্ডে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাধারণ ফেসবুক ব্যবহারকারীরা জেবা আমিন খানের দখলচেষ্টা ও প্রাণীদের প্রতি নির্মম আচরণের প্রতিবাদ জানাচ্ছেন।তবে অভিযোগ বিষয়ে জেবা আমিন খানের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]