ঝালকাঠি জেলা বিএনপি অফিস তালাবদ্ধ রাখায় রাস্তায় দাড়িয়ে জেলা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া মোনাজাত কর্মসূচি অনুষ্ঠিত

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বিএনপির মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও দলীয় নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল। দোয়া অনুষ্ঠানে নারী নেতা কর্মীরা বিকেল তিনটা থেকে আমতলা সড়কের ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে আসতে শুরু করে। বিকেল সাড়ে চারটায় দোয়া অনুষ্ঠান শুরু হয়। দলীয় কার্যলয় তালাবদ্ধ করে রাখায় কার্যলয়ের সামনে রাস্তার উপরেই কর্মসূচি শুরু করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে মহিলা দলের শতাধিক নেতা কর্মীরা উপস্থিত হন। জাতীয়তাবাদী মহিলা দলের ঝালকাঠি জেলা সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা ইসলাম, লাভলী আক্তার, সদর উপজেলা সাধারণ সম্পাদক সেলিনা বেগম, ঝালকাঠি পৌর সাধারণ সম্পাদক রেবা রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার সুমি, ৯নং ওয়ার্ড সভাপতি ফাহিমা আক্তার,  নলছিটি উপজেলা মহিলা দলের সভানেত্রী মনেয়ারা বগম,  পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক হেপী বেগম, পৌর সাংগঠনিক সম্পাদক লাবনী আক্তার, দপ্তর সম্পাদক পারভীন। ঝালকাঠি পৌর ৩ নং ওয়ার্ড সভাপতি তাজুন নেহার, সাধারণ সম্পাদক রুমা ইসলাম, ৪নংওয়ার্ড সাধারণ সম্পাদক শারমিন আক্তার। শেখেরহাট ইউনিয়ন আহবায়ক রিয়াসহ জেলা উপজেলা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

দূরদূরান্ত থেকে তারা এসে জেলা বিএনপি কার্যালয় তালাবদ্ধ দেখে ক্ষোভে ফেটে পরেন। এ সময় সেখানে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডবোকেট সৈয়দ হোসেন ও দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। তাদের কাছে দলীয় কার্যালয়ের চাবি চাইলে তারা আলোচনা সাপেক্ষে পরে দলীয় কার্যালয় খুলে দেয়ার কথা বলেন। সদস্য সচিব ঝালকাঠিতে অনুপস্থিত থাকায় ঐসময় কার্যালয় খুলে দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে অফিসের সামনেই মহিলা দলের নেতাকর্মিরা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়ার মাহফুজ জুয়েলের পরিচালনায় দোয়া  অনুষ্ঠানে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে তারেক জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়। জেলা মহিলা দলের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় বন্ধ রাখায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন। এ প্রসঙ্গে জেলা সভানেত্রী মতিয়া জুয়েল বলেন, এটা দুঃখজনক যে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া অনুষ্ঠান করতে হলো রাস্তায় দাড়িয়ে। মহিলা দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করা জন্য ৮ সেপ্টেমবর সকাল ১০টায় একটি মহিলা দলের সম্পাদক সাকিনা আলম লিজাকে সামনে রেখে কথিত প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষনা দেয়া হয়। যা রাতেই আবার প্রত্যাহারের কথা জানিয়ে পোষ্ট দেয়া হয়। স্বার্থান্বেষী মহল সেই ঘোষনাকে সামনে এনে আমাদের সাথে আলোচনার প্রস্তাব দিয়ে এখন দলীয় কার্যালয়ের চাবি না দিয়ে তালাবদ্ধ করে রাখে। ফলে আমাদের শতাধিক নারী নেতাকর্মী দূদূরান্ত থেকে এসে রাস্তায় দাড়িয়ে আছে।অফিস বন্ধ রাখার বিষয় জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ হোসেন বলেন, সকালে একটি দল প্রোগ্রাম করতে চেয়েছিল।  বিকেলে জেলা মহিলাদল প্রোগ্রাম করতে চাইছে। আমরা বলেছি দুটি দল এক হয়ে প্রোগ্রাম করতে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তার জন্য আমরা এখানে এসেছি। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটর সদস্য  অ্যাডভোকেট মুবিন বলেন, জেলা বিএনপিকে না জানিয়ে তারা প্রোগ্রাম করতে আসায় অফিসের চাবি দেওয়া হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি জেলা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবারও শীর্ষে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হারে সবার শীর্ষে রয়েছে ঝালকাঠি জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৮৪ দশমিক ৩৬। আর গত বছর দ্বিতীয় স্থানে থাকা বরিশাল জেলা ৮৩ দশমিক ৯৪ […]