ঝালকাঠিতে ২টি যাত্রী বাহি বাস থেকে ১৫ মণ জাটকা উদ্ধার, ৬ জনকে জরিমানা
মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী ২টি যাত্রী বাহি বাস থেকে প্রায় ১৫ মণ জাটকা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাইপাস এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমান আদালতে বসিয়ে দুই বাসের দুই চালকসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মোঃ মোক্তার হোসেন।
ইউএনও জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এ বাস দুটির বক্সে করে নিষিদ্ধ সময়ে কয়েকটি প্যাকেটে প্রায় ১২-১৫ মণ জাটকা বহন করে নিয়ে যাচ্ছিল। অভিযান চালিয়ে জাটকা জব্দ করে এতিমখানা বিতরন করা হয়েছে এবং বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।