মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ এলাকার রুবেল হাওলাদার (৩২) এবং কাঁঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের নাইম ইসলাম (২৭)। রুবেল হাওলাদার হলেন মোকাব্বের হাওলাদারের ছেলে এবং নাইম ইসলাম চুন্নু হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই যুবক মটরের মাধ্যমে পুকুরের পানি সেচ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের ঘটনা কেবল সামাজিক সচেতনতার অভাবই নয়, সচেতনতা বাড়ানোর জন্য আরো পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা আরোপ করে।