জেলা ত্রাণ সমন্বয় কমিটির সভায় এমপি কমলের ক্ষোভ প্রকাশ
সাইফুল ইসলাম তাহসান (কক্সবাজার) : আজ কক্সবাজা জেলা প্রশাসক কার্যালয়ে ত্রান সম্বনয় কমিটি সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্বে করেন কক্সবাজার জেলা ডিসি মহোদয়, উপস্থিত ছিলেন কক্সবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার পৌরসভা ও রামুতে জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও অন্যান্য উপজেলা থেকে তুলনামূলক ত্রাণ বরাদ্দ (প্রায় দুই লক্ষ কেজি চাল) কম দেয়ায় সাইমুম সরওয়ার কমল এমপি ক্ষোভ প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় পর্যাপ্ত ত্রাণ পাঠালেও, কেন রামুতে দুই লক্ষ কেজি চাল কম দেয়া হয়েছে, তা জেলা প্রশাসকের কাছে জানতে চান। মাননীয় সংসদ সদস্য কক্সবাজার পৌরসভায়ও তুলনামূলকভাবে কম চাল বরাদ্দ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। কাদের খুশি করার জন্যে অথবা কার নির্দেশে এ বৈষম্যমূলক বরাদ্দ দেয়া হয়েছে তা পৌর এবং রামুবাসী জানতে চায় বলে সাধারণ মানুষেরও ক্ষোভ প্রকাশ করতেছে।