

রাবি প্রতিনিধি: ২০২৪ এর জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাব। সোমবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন বলেন, আওয়ামী শাসনের পনেরো বছর ছিল এক দীর্ঘ নীরবতার যুগ। সত্য উচ্চারণ করার চেষ্টা করলেই ভিন্নমতকে দমিয়ে রাখা হতো নির্মমভাবে। কিন্তু জনগণের জমে থাকা ক্ষোভ শেষ পর্যন্ত অগ্নির মতো জ্বলে ওঠে ৫ আগস্টে। এই গণজাগরণে সাংবাদিকরা ছিলেন পথপ্রদর্শকের ভূমিকায়— তারা শুধু সংবাদ লিখেননি, মানুষের মনের কথা তুলে ধরেছিলেন অকুতোভয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবও সেই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের অন্যতম চালিকাশক্তি হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে।
রাবি প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন বলেন, আওয়ামী শাসনের দীর্ঘ ১৫ বছরে আমাদের বাকস্বাধীনতা কার্যত বিলুপ্ত ছিল। সামান্য কিছু বলতে গেলেই আমাদের মুখ শক্ত হাতে চেপে ধরা হতো। এই দমন-পীড়নের প্রতি জনগণের ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ৫ আগস্ট, যা ৩৬ জুলাই আন্দোলন নামে পরিচিত। সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সাধারণ মানুষের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। জুলাই আন্দোলনে সাংবাদিকদের ছিল অন্যতম ভূমিকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে শিক্ষার্থীদের অন্যতম আস্থার জায়গা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
উল্লেখ্য, আজকের আয়োজনে প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবায়ের জামিল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।