জাতীয় মহাসড়কে যুক্ত হলো বান্দরবান

Share the post

বান্দরবান-কেরানীহাট সড়ক প্রশস্ত করার মধ্য দিয়ে, জাতীয় মহাসড়কে যুক্ত হয়েছে পার্বত্য জেলা বান্দরবান। চট্টগ্রাম ও কক্সবাজারের সাথে যোগাযোগ নির্বিঘ্নে জানুয়ারিতে প্রকল্প শেষের কথা থাকলেও, নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত মহাসড়কটি। এতে পর্যটকসহ স্থানীয়দের যাতায়াত সহজের পাশাপাশি দুর্ঘটনা কমার আশা স্থানীয়দের।

বান্দরবান-কেরানীহাট সড়কটি রূপ পেয়েছে মহাসড়কে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষে খুলে দেওয়া হয়েছে যান চলাচলের জন্য।আঁকা-বাঁকা ও সরু হওয়ায় দুর্ঘটনার পাশাপাশি, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে যেত সড়কটি। পর্যটক ও স্থানীয়দের যাতায়াতে পোহাতে হত দুর্ভোগ। জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায়, ২০১৯ সালে ২৩ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ শুরু করে সেনাবাহিনী। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশা স্থানীয়দের।

কেরানীহাট-বান্দরবান মহাসড়ক প্রকল্প কর্মকর্তা মেজর মো: শাহ সাদমান রহমান জানান, ২৬৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে, প্রকল্পের কাজ সম্পন্ন করে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে ২১টি ব্রিজ ও ১৫টি কালভার্ট। গুণগত মান বজায় রেখে সব কাজ সম্পন্ন হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

স্থানীয়রা মনে করছেন, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ সহজের পাশাপাশি, জেলার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বান্দরবান-কেরানীহাট মহাসড়ক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]