

আবু জাফর ,সাতক্ষীরা প্রতিনিধিঃ শুক্রবার (৩ই অক্টোবর) বিকালে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ওলামাদলে আহবায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদী’র সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল-কাফি এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পালাশ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক যুগ্ন আহববায়ক হাবিবুর রহমান হবি, জাতীয়তাবাদী উলামা দল খুলনা জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুসা, জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু, সাতক্ষীরা জেলা জাসাস আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে আগত জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা সংগ্রামে উলামাদলের ভূমিকা তুলে ধরেন।