জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post
সৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন।
জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়ির সামনে একটি সাদা খামে রাখা হুমকিসূচক চিরকুট ফেলে রেখে যায় এক অজ্ঞাত ব্যক্তি। চিরকুটে লেখা ছিল: “জলবায়ু নিয়ে লেখালেখি বন্ধ করো। না করলে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি হবে।”
ডা. রোকনুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের DVM প্রোগ্রামের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি Amnesty International, EarthDay.Org ও Red Crescent Society–এর সক্রিয় সদস্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
সম্প্রতি তিনি থাইল্যান্ডের Maha Sarakham University-এর আমন্ত্রণে একাডেমিক সফর শেষে দেশে ফেরেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক Daily Sun-এ তার লেখা “Climate Change and Biodiversity: A Growing Global Concern” শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে শিল্পায়ন, পরিবেশ ধ্বংস এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি কথা বলায় তিনি ধারাবাহিকভাবে হুমকির শিকার হয়ে আসছেন—ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাকযোগে।
ডা. রোকনুজ্জামানের বড় ভাই সরদার হাসান ইলিয়াস তানিম একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক, যিনি ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনার মামলা ২০২৪ সালের ডিসেম্বর এ মামলা  দায়ের করেন, যেখানে রাবির সাবেক প্রোভিসি ও ছাত্রলীগের প্রভাবশালী  ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলার পরপরই পরিবারটি নতুন করে হুমকি পেতে থাকে।
তানিম ২০২৩ সালে শেখ হাসিনার শাসনামলে একটি  প্রভাবশালী গ্রুপ ও বিশেষ গোয়েন্দা সংস্থার রোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্য হন।
এর আগে ২০১৩ সালে রোকনুজ্জামানের আরেক ভাই মাসুম বিল্লাহ ‘ক্রসফায়ারের’ শিকার হন এবং ২০২৪ সালে ‘জুলাই বিপ্লব’-এর সময় রোকনুজ্জামানকেও যৌথ বাহিনী গ্রেপ্তার করে।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ডায়েরির ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

রাবির আবাসিক হলগুলোতে রাবি ছাত্রদলের আম বিতরণ

Share the post

Share the postবিশ্ববিদ্যালয় প্রতিবেদক,রাবি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী। শনিবার (৩১ মে) দিনব্যাপী হলে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ করতে দেখা যায় তাদেরকে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৭টি আবাসিক হলে আম বিতরণের কার্যক্রম শেষ করেন তারা। বাকি হলগুলোতে আগামীকাল  বিতরণ […]