মোঃ হৃদয় (জবি প্রতিনিধি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পিরোজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোঃ শায়ন গাজী সভাপতি এবং একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. শামীম হাসান কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার ( ১১-ই মার্চ) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার দুপুরে জবিস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত পৃষ্ঠপোষক ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খালেদা চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া আফরিন এবং পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জুয়েল মৃধা এবং উপদেষ্টা ছাইফুল ইসলাম সবুজ, গাজী আবু জাফর মাহমুদ, শাহাদাত খান আলামিন, মোঃ ইফতেখার ফারুক আকাশ এবং সাইফুল ইসলাম নিবিড় কমিটির অনুমোদন করেন৷
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি ফারহানা, সহ সভাপতি তন্ময় মৃধা, হুমায়রা আক্তার মৌ, সানজিদা সুলতানা, মিরাজ। কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরাজী কামরুল শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আল আমিন, শ্রেয়সী, মমো মন্ডল, বেবি আক্তার, সুরাইয়া, আমেনা, জুনান আক্তার অপি, হুমায়রা আনজুম, সুমাইয়া রহমান সিমা,হাফসা রহমান, নীলাঞ্জন হালদার এবং রুহানা আক্তার বৃষ্টি। সাংগাঠনিক সম্পাদকের পদে রয়েছেন সায়াদ হোসাইন।
এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হৃদয়, প্রচার সম্পাদক শাফিন আরাফাত, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম হাদিয়া, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল হক ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আল ফাহিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ সানজিদ এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ জায়েদ।
কমিটি সূত্রে জানা যায়, আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন করা হয়। এছাড়াও কমিটি ঘোষণার এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ শায়ন গাজী বলেন, “আমরা সবাই মিলে পিরোজপুর থেকে আগত শিক্ষার্থীদের সর্বাত্তোক কল্যাণ সাধনে কাজ করবো। সবাই বলে জেলা ছাত্রকল্যাণ থেকে কিছুই নেবার নেই। আমি বলি অনেক কিছু নেবার আছে। সেটা হলো সিনিয়রদের ভালোবাসা ও জুনিয়দের শ্রদ্ধা। দেবার মতোও আছে অনেক। যেমন বিভিন্ন প্রোগ্রাম করা, বনভোজন করা, ইফতার মাহফিল করা, জুনিয়রদের নবীন বরন করা ইত্যাদি। ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সহায়তায় আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।”
সাধারণ সম্পাদক মো. শামীম হাসান বলেন,””জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক হিসেবে আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের শিক্ষা, সহায়তা ও দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। আমরা চেষ্টা করবো আমাদের শেকড়ের সবার সাথে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি গড়ে তোলার। এবং সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত, ঐক্যবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। একসঙ্গে কাজ করে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ ।”