জবিতে ২৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০২তম (বিশেষ) সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে গবেষণায় ৮ কোটি ৩ লাখ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ২৫ লাখ, অন্যান্য অনুদানে ৫৮ কোটি ২১ লাখ, যন্ত্রপাতি বাবদ ৪ কোটি ৯২ লাখ, যানবাহন খাতে ৩ কোটি, তথ্যপ্রযুক্তি খাতে ১ কোটি ৭০ লাখ এবং অন্যান্য মূলধনী খাতে ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ১২৮ কোটি ৬০ লাখ এবং পণ্য ও সেবায় ৮৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বাবদ ৫৬ কোটি টাকা এবং অস্থায়ী হল নির্মাণে ২৪ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন বাজেটে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪৬ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে ৮৪ কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম সেনাবাহিনীর মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি, আরডিপিপি অনুমোদন এবং শিক্ষার্থীবান্ধব বাজেট প্রণয়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জবিতে আমার দেশ পাঠকমেলার নেতৃত্বে ফাহিম-আকরাম

Share the post

Share the postমোঃ হৃদয়,  জবি প্রতিনিধি :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের আকরাম খান। শুক্রবার (৩০ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের […]

ডাক্তারকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে এক ডাক্তারকে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে  কক্ষে আটকে নির্যাতন করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই  ডাক্তারের নাম মোশারফ হোসাইন। তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ও আইসিইউ-এর প্রধান এবং পুরান ঢাকার মিটফোর্ডে অবস্থিত মেডি এইড […]