জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন ও দুর্নীতির প্রতিবেদন প্রকাশে আল্টিমেটাম

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ, নীতিমালা ও গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ একাধিক দাবিতে তিন কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছে ‘জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। একইসঙ্গে ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে— তিন কার্যদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) নীতিমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, এবং ৯০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে একটি শ্বেতপত্র উপস্থাপন।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট হামলার সঙ্গে জড়িতদের বিচার, আহত শিক্ষার্থীদের সব ধরনের অ্যাকাডেমিক ফি মওকুফ, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে অগ্রগতি প্রকাশ এবং ২০ কার্যদিবসের মধ্যে দুর্নীতির আলাদা শ্বেতপত্র প্রকাশেরও জোর দাবি জানানো হয়। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ১৫ দিনের মধ্যে নতুন হল নির্মাণ কাজ শুরু, আবাসন বৃত্তি প্রদান এবং আনুপাতিক হারে বাজেট বরাদ্দ দেওয়ার কথাও বলা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায় সংগঠন দুটি।
সংবাদ সম্মেলনে জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সোচ্চার। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর প্রতিকার মিলছে না। আমরা আমাদের উত্থাপিত দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট ও সময়নির্ভর রোডম্যাপ দেখতে চাই।”
আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “জকসু নির্বাচনের জন্য আমরা প্রশাসনকে বারবার সময় দিয়েছি। কিন্তু বারবারই তারা সময়ক্ষেপণ করেছে। এবার আর সময় দেওয়া হবে না। দাবি মানা না হলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামব এবং দাবি আদায় করে নেব।”
তিনি আরও জানান, আগামী সোমবার জকসু নির্বাচন, আবাসন সংকট এবং ফ্যাসিস্ট হামলার বিচারের দাবিতে ক্যাম্পাসজুড়ে পোস্টারিং কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ সংগঠন দুটির নেতাকর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পারবেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব […]

ডা. মোশাররফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সম্পদ দখলের প্রতিবাদে জবি ছাত্রদের দাবি

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:  সম্প্রতি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের এক চিকিৎসক ডা. মোশাররফ হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের সম্পত্তি দখলের অভিযোগ উঠে এসেছে। একইসঙ্গে অভিযোগ রয়েছে, তিনি নিজের অপকর্ম ঢাকতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনার পরিপ্রেক্ষিতে […]