চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিলে কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৩ সালে আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি এবং দুইজনকে পঙ্গু করে দেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয়। অভিযোগ রয়েছে, এরপরও আলফাজ আদালতের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো ওয়াকাফ এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন।

তিনি আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে এক হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। কিন্তু মালামাল থানায় নেওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা চালিয়ে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়। এতে আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ভুয়া চুক্তি, চেক জালিয়াতি, বিল দখল, মাছ হরিলুটসহ একাধিক অভিযোগ রয়েছে। এসময় হামলার ঘটনা ও অভিযোগের প্রমাণস্বরূপ আলোকচিত্র প্রদর্শন করা হয়।

সাইদুল ইসলাম রানা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]