চাঁদার টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা, মূল আসামি বি এন পি নেতা গ্রেফতার
মোঃ সামিরুজ্জামান,চ্যানেলে ২১, ভোলা: ভোলার দুলারহাট থানার হাসানগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি মো. আল-আমিনকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।
আজ (শুক্রবার) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে হাসানগঞ্জ এলাকায় মৃত হানিফ মাস্টারের ছেলে মো. আল-আমিন তার সাথে থাকা ৩০-৪০ জন সন্ত্রাসীসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পরপরই আল-আমিন ও তার সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে। ওই দিনই নিহত মাসুদের ভাই দুলারহাট থানায় ২০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শুরুর পরপরই দুলারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গুরুত্বপূর্ণ আলামতসহ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনায় তদন্ত কর্মকর্তাসহ দুলারহাট থানা পুলিশের একটি বিশেষ টিম রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ডিএমপি ও ডিবি পুলিশের সহায়তায় এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. আল-আমিনকে গ্রেফতার করে।
এজাহারে বাদী উল্লেখ করেন, আসামি আল-আমিন ভিকটিম মাসুদের বাসায় গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। মাসুদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আল-আমিন তার সহযোগীদের সঙ্গে নিয়ে মাসুদকে হত্যা করে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আল-আমিন দুলারহাট থানাধীন আবুবকরপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন।