চবির মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন

Share the post

আকিব উজ জামান ফাহিম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ  করেছেন অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন।

গত ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব শাহনেওয়াজ মাহমুদ সোহেল দায়িত্বভার হস্তান্তর করেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন এর হাতে। বিদায়ী চেয়ারম্যান জনাব শাহনেওয়াজ মাহমুদ সোহেল ২০২০ সাল থেকে পরবর্তী ৩ বছর মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব নেওয়ার পর নতুন চেয়ারম্যান উক্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অন্যান্য বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ভবিষ্যতে তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং চেয়ারম্যান হিসেবে নিজের সর্বোচ্চ প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন৷

উক্ত সভায় নতুন চেয়ারম্যান এবং বিদায়ী চেয়ারম্যান ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আ.ফ.ম আওরঙ্গজেব, ব্যবসায় প্রশাসন অনুষদের বর্তমান ডিন এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল উদ্দীন নিজামী, ব্যবস্থাপনা বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আইয়্যুব ইসলাম, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান জনাব তাসলিমা আক্তার, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আবদুল্লাহ মামুন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব আয়েশা আক্তার।

এসময় উক্ত শিক্ষক মহোদয়বৃন্দ পূর্ববর্তী চেয়ারম্যানকে ধন্যবাদ এবং বর্তমান চেয়ারম্যানকে স্বাগত জানান।

অধ্যাপক ড. মো. আফতাব উদ্দীন চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে প্রথম শ্রেণিতে এসএসসি, ২০০১ সালে প্রথম শ্রেণিতে এইচএসসি এবং ২০০৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন৷

শিক্ষা জীবনে অসামান্য ফলাফলের পরে তিনি ২০০৮ সালে আবুল খায়ের গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ২০০৯-১০ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ড. মো. আফতাব উদ্দীন। প্রভাষক এবং সহকারী অধ্যাপক হিসেবে টানা ৭ বছর ব্যবস্থাপনা বিভাগে সফলভাবে দায়িত্বপালন শেষে ২০১৭ সালে যোগ দেন একই বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে৷ তৎকালীন নবীন এই বিভাগে যোগ দিয়ে বেশ অল্প সময়ের মধ্যেই তিনি সফলতার ছাপ রাখতে শুরু করেন। ২০১৮ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। একই বছরে চীনের উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পরে ২০২২ সালের মার্চে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি ।

বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পূর্বে ড. মো. আফতাব উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের এডিশনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাজীবন এবং কর্মজীবনে অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা গবেষক শিক্ষক ড. মো. আফতাব উদ্দীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২২ সালের সর্বাধিক গবেষণাপত্র প্রকাশক শিক্ষক নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি গবেষণাতেও সমান দক্ষতা দেখিয়ে ইতোমধ্যেই ব্যবসায় প্রশাসন অনুষদের গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে রোল মডেলে পরিণত হয়েছেন তিনি। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদের গবেষকদের মধ্যে তার প্রকাশিত গবেষণাপত্র সর্বাধিকবার উদ্বৃত হয়েছে৷

উক্ত দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তা – কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন। সকলের বিশ্বাস, নতুন চেয়ারম্যানের হাত ধরে সফলতার মুকুটে স্বর্ণালী পালক যোগ করবে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ হিসেবে দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ – এমনটাই আশা সংশ্লিষ্ট সকলের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]