চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

Share the post

নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে ধর্ষণ যেন বেড়েই চলেছে, নগরীর ডবল মুরিং থানাধীন দক্ষিণ ঝর্নাপাড়ায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার দুলাল (৩২) নামের এক দারোয়ানের বিরুদ্ধে, ঘটনার তারিখ ২১/১০/২০২০ দুপুর আনুমানিক বারোটা,চতুর্থ শ্রেণীর ছাত্রী নুপুর ইস্কুলের নোট আনতে তার সহপাঠীর বাসায় যাওয়ার সময় দুলাল চতুর্থ শ্রেণী পড়ুয়া নুপুরকে একটি বাথরুমে টেনে নিয়ে যায়, নুপুর মুখ চেপে ধরে হুমকি দেয়, চিৎকার করলে বা কেউ কে কিছু বললে নুপুরের বাবা মাকে মেরে ফেলবে,এই বলে ধস্তাধস্তি করে দুলাল, শিশু নুপুর ধস্তাধস্তিতে দুলালের হাতে কামড় দিয়ে নিজেকে নরপিশাচ দুলালের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, বাথরুমের বাহিরে দুলাল বাড়িওয়ালা আসার শব্দ পেয়ে নুপুরের মুখ চেপে ধরে, বাড়িওয়ালা একটু সরে গেলে, দুলাল নুপুরকে বাথরুমের ভিতরে রেখে তালা মেরে দেয় বাহির থেকে , পরে নুপুরের চিৎকার চেচামেচি টের পেয়ে পাসের বাসার নজরুল নামের একজন লোক বাড়িওয়ালা কে জানায় বিষয়টি বাথরুমে কে যেন আছে, বাড়িওয়ালা ও প্রতিবেশী একপর্যায়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া নুপুর কে উদ্ধার করে, নুপুরের মা গার্মেন্টস কর্মী, বাবা সিএনজি চালক,ঘটনার সময় মা,বাবা কেউ ছিলো না বাসায়, নুপুরের বাবা, মা, কর্মস্থল থেকে ফিরে এসে এই ঘটনা জানতে পারে, জিগ্যেসা করতে দুলালের কাছে গেলে দুলাল বলে হ্যাঁ করেছি তো কি হয়েছে যা কাকে আনবি নিয়ে আয় এই বলে নুপুরের মায়ের গায়ে হাত তুলে ,এই ঘটনা এলাকায় জানাজানি হলে দুলাল পালিয়ে যায়, সংবাদকর্মীরা বিষয়টি যানতে পারলে, নুপুরের বাবা মাকে আইনের সাহায্য নিতে পরামর্শ দেন, এবং এই বিষয়ে বাড়িওয়ালার কাছে জানতে যাইলে বাড়িওয়ালা বলে আমরা বকাবকি করে বিচার করেদিয়েছি ভবিষ্যতে এইধরনের কাজ আর করবে না,

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]