চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নিউজ ডেস্ক: যত দিন যাচ্ছে ধর্ষণ যেন বেড়েই চলেছে, নগরীর ডবল মুরিং থানাধীন দক্ষিণ ঝর্নাপাড়ায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার দুলাল (৩২) নামের এক দারোয়ানের বিরুদ্ধে, ঘটনার তারিখ ২১/১০/২০২০ দুপুর আনুমানিক বারোটা,চতুর্থ শ্রেণীর ছাত্রী নুপুর ইস্কুলের নোট আনতে তার সহপাঠীর বাসায় যাওয়ার সময় দুলাল চতুর্থ শ্রেণী পড়ুয়া নুপুরকে একটি বাথরুমে টেনে নিয়ে যায়, নুপুর মুখ চেপে ধরে হুমকি দেয়, চিৎকার করলে বা কেউ কে কিছু বললে নুপুরের বাবা মাকে মেরে ফেলবে,এই বলে ধস্তাধস্তি করে দুলাল, শিশু নুপুর ধস্তাধস্তিতে দুলালের হাতে কামড় দিয়ে নিজেকে নরপিশাচ দুলালের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, বাথরুমের বাহিরে দুলাল বাড়িওয়ালা আসার শব্দ পেয়ে নুপুরের মুখ চেপে ধরে, বাড়িওয়ালা একটু সরে গেলে, দুলাল নুপুরকে বাথরুমের ভিতরে রেখে তালা মেরে দেয় বাহির থেকে , পরে নুপুরের চিৎকার চেচামেচি টের পেয়ে পাসের বাসার নজরুল নামের একজন লোক বাড়িওয়ালা কে জানায় বিষয়টি বাথরুমে কে যেন আছে, বাড়িওয়ালা ও প্রতিবেশী একপর্যায়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া নুপুর কে উদ্ধার করে, নুপুরের মা গার্মেন্টস কর্মী, বাবা সিএনজি চালক,ঘটনার সময় মা,বাবা কেউ ছিলো না বাসায়, নুপুরের বাবা, মা, কর্মস্থল থেকে ফিরে এসে এই ঘটনা জানতে পারে, জিগ্যেসা করতে দুলালের কাছে গেলে দুলাল বলে হ্যাঁ করেছি তো কি হয়েছে যা কাকে আনবি নিয়ে আয় এই বলে নুপুরের মায়ের গায়ে হাত তুলে ,এই ঘটনা এলাকায় জানাজানি হলে দুলাল পালিয়ে যায়, সংবাদকর্মীরা বিষয়টি যানতে পারলে, নুপুরের বাবা মাকে আইনের সাহায্য নিতে পরামর্শ দেন, এবং এই বিষয়ে বাড়িওয়ালার কাছে জানতে যাইলে বাড়িওয়ালা বলে আমরা বকাবকি করে বিচার করেদিয়েছি ভবিষ্যতে এইধরনের কাজ আর করবে না,