চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আইসোলেশন সেন্টার চালু হচ্ছে ১৫ জুন থেকে
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সার্বিক ব্যবস্থাপনায় আগ্রাবাদ সিটি হলে প্রস্তুতকৃত করোনা আইসোলেশন সেন্টার আগামী ১৫ জুন চালু করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ রোববার চসিক সম্মেলন কক্ষে আইসোলেশন সেন্টারটি চালুকরণের চূড়ান্ত প্রস্ততি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামের পরিস্থিতি সামলাতে আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি হল আইসোলেশন সেন্টার আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। মানুষের সেবা নিশ্চিত করতেই হবে। ইতিমধ্যে সেন্টারের প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী চসিক স্বাস্থ্য বিভাগ থেকে বণ্টন কাজ সম্পন্ন হয়েছে। শয্যা, অক্সিজেনসহ যাবতীয় সরঞ্জাম স্থাপন কাজ প্রায় শেষের পথে।
এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, বিএমএ চট্টগ্রাম শাখা সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য গবেষক ডা. সুশান্ত বড়ুয়া, ডা. নাসিম ভুঁইয়া, চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মো. রবিউল করিম, ডা. মোহাম্মদ আলী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।