চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে তিন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে উপজেলার হারবাং ইউনিয়নের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রীর ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।নিহতরা হলেন ১১ বছর বয়েসি জিহাদ, ছোট বোন ফৌজিয়া ও আফিয়া।
স্থানীয়রা জানায়, জাকের হোসেনর ঘরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। সেসময়, মুহূর্তেই সম্পুর্ণ ঘরে আগুন ছরিয়ে পরে। এসময়, বয়স্করা ঘর থেকে বের হয়ে গেলেও ঘুমন্ত অবস্থায় মারা যায় জাকের হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে।
চকরিয়া থানার ওসি সাকের মো. জুবায়ের গণমাধ্যমকে বলেন, আগুন দেখে কাজল বেগম তার ছোট সন্তানকে নিয়ে কাচারি ঘরে থেকে বের হতে পারলেও ঘুমন্ত তিন শিশুকে আর বের করা যায়নি। ঘটনাস্থল দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা এগিয়ে এসে পাম্পের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যারাও সেখানে যান।