ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভায় ছুরিকাঘাতে মাছ ব্যাবসায়ীর মৃত্যুর ঘটনায় খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী- পুরুষেরা।
কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা এলাকায় যৌথ মাছ ব্যবসার আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মনির আহমদ (৩৪) নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী মনির আহমদ চকরিয়া পৌরসভা ১নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকার মৃত আবু ছিদ্দিকের ছেলে। খুনিদের গ্রেপ্তার পুর্বক ফাঁসি দেয়ার দাবীতে গতকাল ২৫ মে রবিবার বিকাল ৩ ঘটিকার দিকে চকরিয়া পৌরশহরের বিশ্ব রোডে স্থানীয় ৫ শতাধিক নারী – পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজাদ ও মারুফের সাথে যৌথভাবে মাছ ব্যবসা করতেন মনির আহমদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই। তাদের মধ্যে মাছ ব্যবসার হিসাব নিয়ে বিরোধ চলছিলো। একাধিকবার ঝগড়াও হয়েছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে বিরোধের জের ধরে বাড়ির সামনে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মনির আহমদকে আজাদ ও তার ভাই মারুফ ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় মনির। এসময় স্বজনরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। ঘটনার পরপরই আজাদ ও মারুফ পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান এ ঘটনায় একটি তিন জন কে আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে, আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।