চকরিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশা বিক্রি নিয়ে ঝগড়ায় ১জনের হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন…
ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি (চকরিয়া):কক্সবাজার চকরিয়ায় মোটরসাইকেল ও অটোরিকশা বিক্রি নিয়ে ঝগড়ায় ১জনের হাত কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড় দিয়ারচর এলাকার অটোরিকশা চালক মোঃ ইউনুসের ছেলে কালা সোনা(২৫) কে স্থানীয় দিল মোহাম্মদ গং এর লোকজন উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের বানিয়ারচর মাদ্রাসার পাশ থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী বিএমচর ইউনিয়নের মুবিন পাড়া কিল্লার পশ্চিমে প্রতিপক্ষের বাড়িতে নিয়ে রশি দিয়ে বেদে ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত কালাসোনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দু’পক্ষই খারাপ প্রকৃতির লোক বলে জানান স্থানীয়রা।