গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।
মোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী মিডিয়া সহ ও অনন্য আগ্রহী সংগঠনের সহযোগীতায় আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ ঘটিকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সমাবেশে সন্দ্বীপের সাধারণ জনগণকে সময়মতো গুপ্তছড়া ঘাটে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছেন সন্দ্বীপ ডেভলপমেন্ট এর ঢাকার সভাপতি নুরুল আকতার।