গাজীপুরে ৪৬৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি আটক
আব্দুল আহাদ (গাজীপুর প্রতিনিধি): গাজীপুর মহানগরীর সালনা হতে ৪ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর সালনা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, মোঃ কায়েস(৪৫), মোঃ জহির উদ্দিন ওরফে জনি(৩৫), মোঃ আমির হোসেন(৩৩), পারভেজ আহম্মেদ ওরফে পনির(৩৮), মোঃ হৃদয়(২৪), মোঃ রিপন(৩৮)।
র্যাব-১ গাজীপুর, পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ৪ হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ হাজার ৮শ ৩০ টাকা এবং বিভিন্ন মডেলের ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।