গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কর্মকর্তা গ্রেফতার।

Share the post
আব্দুল আহাদ ।। গাজীপুর :       গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (৩৮) নামে কারখানা কর্মকর্তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ । ওই কর্মকর্তা পিএন নীটওয়ার লি‌মি‌টেড কারখানার প্রোডাকশন ম্যানেজার হি‌সে‌বে কর্মরত । রোববার(২৯ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। মাসুম বিল্লাহ পটুয়াখালীর বাউফল থানার ধানদি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে । সে আমবাগ এলাকার আলমগীর ড্রাইভার এর বাড়ীতে বাসা ভাড়ায় থে‌কে ওই কারখানায় চাকুরী ক‌রেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী প্রোশাক শ্রমিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পিএন নীটওয়ার কারখানায় ৫ম তলায় সুয়িং অপারেটর হিসেবে যোগদান করে। চাকুরীতে যোগদানের পর থেকে ওই কর্মকর্তা বিভিন্ন ভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাকে। পরে চলতি মাসের ১ তারিখে রাত ৮ টার সময় অফিস ছুটির পর পিছনে পিছনে কৌশলে ওই নারী শ্রমিকের বাসায় যায় মাসুম বিল্লাহ।
এসময় ওই কর্মকর্তাকে চা নাস্তা দিতে গেলে কৌশলে সে নারী শ্রমিককে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায় ঐ নারী শ্রমিক। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কর্মকর্তা বাসা থেকে বের হয়ে যায়।পরেরদিন কারখানা কর্তৃপক্ষের নিকট মৌখিক বিচার দিলে তারা বিচার করে দিবে বলে আশ্বাস দেয়।
কিন্তু কর্তৃপক্ষ কোন বিচার না করে তালবাহানা শুরু করলে ওই নারী শ্রমিক গতকাল কোনাবাড়ী জিএমপি থানায় এসে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান ,ধর্ষণ চেষ্টার অভিযোগে পিএন গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মাসুম বিল্লাকে গতকাল রাতে আমবাগ মধ্য পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন আজ সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গাজীপুরে দেশের তৃতীয় বৃহত্তম শপিং মলে ওয়ালটনের শোরুম উদ্বোধন

Share the post

Share the postগাজীপুরের টঙ্গীর ক্যাপিটা ইন্টারন্যাশনাল টাইমস স্কয়ার বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শপিং মলে দেশের অন্যতম বৃহৎ ও বিশ্বস্ত ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।রোববার বিকেলে টঙ্গী স্টেশন রোডে অবস্থিত এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র সুপারস্টার আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, এক্সিকিউটিভ ডিরেক্টর […]

মুন্সিগঞ্জের গজারিয়া সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

Share the post

Share the postমোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি : ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত(২০) যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত আনুমানিক নয়টার দিকে মহাসড়কের  ঢাকামুখী লেনে ভিটিকান্দী এলাকার পলি কেবল ইন্ডাস্ট্রিজ সামনে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে ঘোষণা করে। স্থানীয় ও হাসপাতাল […]