গাজীপুরের কোনাবাড়ীতে পোশাক শ্রমিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কর্মকর্তা গ্রেফতার।

Share the post
আব্দুল আহাদ ।। গাজীপুর :       গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (৩৮) নামে কারখানা কর্মকর্তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ । ওই কর্মকর্তা পিএন নীটওয়ার লি‌মি‌টেড কারখানার প্রোডাকশন ম্যানেজার হি‌সে‌বে কর্মরত । রোববার(২৯ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। মাসুম বিল্লাহ পটুয়াখালীর বাউফল থানার ধানদি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে । সে আমবাগ এলাকার আলমগীর ড্রাইভার এর বাড়ীতে বাসা ভাড়ায় থে‌কে ওই কারখানায় চাকুরী ক‌রেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী প্রোশাক শ্রমিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পিএন নীটওয়ার কারখানায় ৫ম তলায় সুয়িং অপারেটর হিসেবে যোগদান করে। চাকুরীতে যোগদানের পর থেকে ওই কর্মকর্তা বিভিন্ন ভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলো তাকে। পরে চলতি মাসের ১ তারিখে রাত ৮ টার সময় অফিস ছুটির পর পিছনে পিছনে কৌশলে ওই নারী শ্রমিকের বাসায় যায় মাসুম বিল্লাহ।
এসময় ওই কর্মকর্তাকে চা নাস্তা দিতে গেলে কৌশলে সে নারী শ্রমিককে জোর করে ধর্ষণের চেষ্টা করে। পরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায় ঐ নারী শ্রমিক। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই কর্মকর্তা বাসা থেকে বের হয়ে যায়।পরেরদিন কারখানা কর্তৃপক্ষের নিকট মৌখিক বিচার দিলে তারা বিচার করে দিবে বলে আশ্বাস দেয়।
কিন্তু কর্তৃপক্ষ কোন বিচার না করে তালবাহানা শুরু করলে ওই নারী শ্রমিক গতকাল কোনাবাড়ী জিএমপি থানায় এসে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান ,ধর্ষণ চেষ্টার অভিযোগে পিএন গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মাসুম বিল্লাকে গতকাল রাতে আমবাগ মধ্য পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন আজ সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]