গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন
মোঃ হৃদয়
জবি প্রতিবেদক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি, ইসরায়েলি পণ্য বর্জন এবং তাদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ফিলিস্তিনিরা আজকে যেভাবে হামলার শিকার হচ্ছে, ভবিষ্যতে আমাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। তাই সবার উচিত এ বিষয়ে সোচ্চার হওয়া। বাংলাদেশে যেসব ইসরায়েলি পণ্য প্রবেশ করেছে, সেগুলো নিষিদ্ধ করতে হবে এবং বিগত সময়ে যত ইসরায়েলি জাহাজ দেশে এসেছে, সেসব তথ্য প্রকাশ করতে হবে।”
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন বলেন, “পবিত্র রমজানে যখন বিশ্ব ঘুমিয়ে থাকে, তখন আমার ফিলিস্তিনি ভাই-বোনেরা নির্যাতিত হয়। আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত। ইন্তেফাদা ফাউন্ডেশনসহ মানবাধিকার সংস্থাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
মানববন্ধনের শেষে ফিলিস্তিনি জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ছাত্র ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। তারা ফিলিস্তিনের জনগণের মুক্তি ও শান্তির জন্য প্রার্থনা করেন এবং সংহতি প্রকাশ করেন।