গাজায় গণহত্যার প্রতিবাদে জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের মানববন্ধন

Share the post
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলার জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ‘STOP GENOCIDE IN GAZA’ শীর্ষক ব্যানার নিয়ে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আল জায়েদ, সহসভাপতি ইব্রাহিম হোসেন ইমন, সাধারণ সম্পাদক রিমন মোল্লাসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। কর্মসূচিতে তারা মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানান।
কর্মসূচিতে বক্তৃতায় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন মোল্লা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নারী, শিশু, নিরীহ মানুষদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে তা মানব সভ্যতার জন্য এক কলঙ্ক। আমরা জেড. এ. ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাজায় রক্তপাত বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি জনগণের পাশে থাকাই আজ মানবতার পক্ষে দাঁড়ানোর নাম।”
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এই মানববন্ধনের মাধ্যমে তারা বিশ্ববাসীকে বার্তা দিতে চায় যে, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোই এখন মানবতার পক্ষ নেওয়ার সবচেয়ে বড় উদাহরণ। তারা আশা প্রকাশ করেন যে, বিশ্ববাসী এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবে এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

কাঁঠালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, খুনি হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবি

Share the post

Share the post মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল কেন্দ্রীয় […]

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে সমিতি

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের সদস্যপদ বহাল থাকায় সমিতির কার্যনির্বাহী কমিটি সমালোচনার মুখে পড়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ […]