গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের বর্বর হামলা, গনহত্যার প্রতিবাদে ও গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফ্রি ফিলিস্তিন, সেভ ফিলিস্তিন, গাজায় গনহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পঞ্চগড় জেলা। মিছিলে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহনে এক জনসমুদ্রে পরিনত হয়।

 

 

সোমবার (৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় যুব সমাজ নামে একটি ব্যানারে শহরের বানিয়া পট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সড়ক অবরোধ করে রাস্তায় যোহরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। নামাজ শেষে করতোয়া ব্রিজের সামনে অবস্থান নেন। পরে খন্ড খন্ড মিছিল নিয়ে সন্মিলিত খতমে নবুওয়াত পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ ইসলামীদলগুলো শেরে বাংলা পার্কে এসে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

এসময় রাস্তার দুপাশে তীব্র জানজটের সৃষ্টি হয়। ঘন্টা খানিক পরে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

 

 

এছাড়া জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের তেঁতুল তোলায় এবং ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাসন্ট্যান্ড এ এমন প্রতিবাদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মানুষ মরছে। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকান্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় ভূলুন্ঠিত হবে বিশ্ব মানবতা। এসময় ইসরাইলি সকল পণ্য বর্জনের ডাক দেন বক্তারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নওগাঁয় আ.লীগ পার্টি অফিসে লিফটের রেলিং চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ:  নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) দুপুুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে […]

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

Share the post

Share the postমুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাদুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা […]