গাইবান্ধা জেলা সমিতির উদ্যোগে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল উদযাপন
নিজস্ব সংবাদদাতা ।। চট্টগ্রাম : গাইবান্ধা জেলা সমিতি, চট্টগ্রাম’র উদ্যোগে ০৬ নভেম্বর ২০২০ শুক্রবার বাদ মাগরিব সমিতির অফিসে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ শাহীন আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত হাজী পাড়া চৌধুরী জামে মসজিদের খতিব, মাওলানা জনাব মমিনুর রহমান কাদেরী।
প্রধান আলোচক বলেন, বিশ্ব মানবতার মুক্তিদূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা:) এর আগমনের মধ্য দিয়ে সেদিনের আরবের যত অন্ধকারাচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ থেকে মুক্ত হয়ে সমাজ আলোর পথে থাবমান হয়। হযরত মুহাম্মদ (সা:ছিলেন ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়পরাাযন ও শ্রেষ্ঠ বিচারক।
মাওলানা রাসুল সা: এর আদর্শ অনুসরন করে আসমান ও জমিনে আল্লাহর সৃষ্টি নিয়ে অহংকার না করে বিনয়ী, ধৈর্য্য ও সহনশীল হয়ে সকলের সাথে সদয় ও মানবিক আচরন করার আহবান জানান। শেষে সকলের শান্তি ও কল্যান কামনা করে দোয়া করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব মেজর প্রকৌ: জাহেদী আহসান হাবিব, কার্যকরী সভাপতি জনাব শাহ মো: আরিফুর রহমান, রংপুর বিভাগ সমিতি, ঢাকার ত্রান বিষয়ক সম্পাদক জনাব মো: জহুরুল হক, বৃহত্তর বগুড়া সমিতি, চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক জনাব কামালুর রশিদ, সিঃ সহ-সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলাম (উজ্জল), সহ-সভাপতি জনাব কাজী জাফর আহমেদ, সিঃ যুগ্ন সাঃ সম্পাদক জনাব মোঃ আবু বক্কর (সিদ্দিক), যুগ্ন-সা: সম্পাদক জনাব হাবিবুল ইসলাম প্রচার সম্পাদক জনাব রাসেল রানা, কল্যান সম্পাদক জনাব এহসানুল কবির, দপ্তর সম্পাদক জনাব আকতার হাবিব মহিলা বিষয়ক সম্পাদক আন্জুমানারা মিলি, সাংস্কৃতিক সম্পাদক জনাব আল আমিন, আইন বিষয়ক সম্পাদক এড. মো: রেজাউল করিম, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: লায়লা বেগম সহ অর্থ সম্পাদক জনাব দুলাল হোসেনসহ কার্যকরী পরিষদের অনেকে।
শেষে সমিতির সম্মানিত সভাপতি ফ্রি হোমিও চিকিৎসা সহায়তা কেন্দ্র ও ফ্রি আইনী সহায়তা কেন্দ্রর উদ্বোধন করেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটে ভর্তি পরিক্ষার্থীদের থাকার সুব্যবস্থার যাবতীয উদ্যাগের আশ্বাস প্রদান করেন।
অতিথিবৃন্দ ও চট্টগ্রামস্থ গাইবান্ধা ও রংপুরবাসী পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন।