সুজন আহম্মেদ ।। গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শনিবার ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, সমবায়ীদের মাঝে চেক বিতরণ ও সফল উদ্যোক্তাদের সম্মাননা স্মারক দেয়া হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন । এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান।
গঙ্গাচড়া ভূটকা দুগ্ধ মাংস উৎপাদনকারী সমবায় সমিতির সহ সভাপতি সুজন আহম্মেদ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, এমপি’র প্রতিনিধি মমিনুর ইসলাম, মিল্ক ভিটার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম।
এসময় সমবাযীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপ সার্ভিক সমবায় সমিতির সভাপতি হালিম বাদশা, কাল্ববের ট্রেজারার মমিনুল ইসলাম মাস্টার, পূর্ব ইচলী দুগ্ধ মাংস উৎপাদনকারী সবাপতি হোসেন আলী, গঙ্গাচড়া বাজার দুগ্ধ মাংস উৎপাদনকারী সমিতির সদস্য জাকিরুল ইসলাম মন্টু, পশ্চিম কচুয়া দুগ্ধ মাংস উৎপাদনকারী সমিতির সভাপতি মজমুল হোসেন সুরুজ, মহিলা নারী ফোরাম সমিতির সভাপতি মনিশা পারভীনসহ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, ও সমবায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।