খুলনায় মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ
জাহাঙ্গীর আলম (মুকুল),খুলনা প্রতিনিধি: ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘জাতীয় সড়ক দিবস, ২০২০’ উপলক্ষে এক আলোচনা সভা। খুলনা জেলা প্রশাসন, ও বিআরটিএ, খুলনার আয়োজনে সুযোগ্য খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ খুলনা জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন মান্যবর খুলনা বিভাগীয় কমিশনার, ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার, এস এম শফিউল্লাহ বিপিএম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, কেএমপি’র উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত খুলনা জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ ইউসুপ আলী, বিআরটিএ, খুলনা’র উপ-পরিচালক মোঃ মহসিন হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা-বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা), খুলনা’র সভাপতিসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে করণীয় এবং সড়কে যান চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ আইন প্রয়োগের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।