খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে পৌর টাউন হল সম্মেলন কক্ষে “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি” খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি” খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম.এন. আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, জেলা যুব দলের সভাপতি মাহাবুব আলম সবুজ, “বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি” খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ সহ জেলার নয়টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বৃন্দ।
মতবিনিময় কালে শিক্ষকগণ গত পনেরো বছরে তারা বিভিন্ন ভাবে হেনস্তার স্বীকার হয়েছেন। এবং তার বিবরণ তুলে ধরেন। একেকজন শিক্ষক কে জেলার বিভিন্ন দূর্গম এলকায় বদলি করা হয়েছে বলে জানান তারা। আর জেলা পরিষদে শিক্ষক নিয়োগ বানিজ্য অর্থ আত্মসাৎ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার আওয়ামী সিন্ডিকেট গড়ে তুলেন তারা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এখন বৈষম্যের দিন শেষ। ছাত্ররাই দেখিয়ে দিয়েছে কোনো প্রকার বৈষম্যই বাংলায় ঠাই নাই। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। তাদের প্রতি এইরূপ অবিচার এটা কখনো কাম্য নয়। শিক্ষকগণ সম্মানের পাত্র। তাদেরকে সম্মান দিতে হবে। শিক্ষকরা সম্মান টুকুই আশা করে।
সুতরাং দেশকে দুর্নীতিমুক্ত রাখতে সবাইকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।