কৈলাসেশ্বরী কালী মন্দিরে শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৬ তম আবির্ভাব তিথি ও বাসন্তীপূজা উদযাপন 

Share the post
মিলন বৈদ্য শুভ,রাউজান চট্রগ্রাম:  রাউজান পশ্চিম গুজরাস্থ  কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধুতারাচরণ সেবাশ্রমের উদ্যোগে তারামঠ প্রাঙ্গণে ৩ থেকে ৭ এপ্রিল পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান  উপলক্ষে  সাধু বাবার জীবনভেদ আলোচনা, গুণীজন সংবর্ধনা ও ধর্মসভা অনুষ্ঠিত  হয়।
উদ্বোধনী পর্বে অনুষ্ঠানমালার মধ্যে ছিল  ধর্মীয় গীতিনাট্য,  শিক্ষাবৃত্তি প্রদান  অনুষ্ঠান ,  সাধুবাবার জীবনবেদ আলোচনা, ধর্মসভা, গুণীজন সম্মাননা প্রদান,  পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমৎ তারাচরণ সাধুর ১৪৬ তম আবির্ভাব তিথি উদযাপন পরিষদের সভাপতি রতন কান্তি ধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা বোয়ালগাঁও ব্রহ্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী শ্রীশ্রী চণ্ডীতীর্থ মেধসমুনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা এবং আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য,
সংবর্ধিত অতিথি আশালতা কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে,মৃদুল পারিয়াল।
সঞ্চালনায় ছিলেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  নোটন প্রসাদ ঘোষ, দীপ্ত দাশ ও পরমেশ ধর।
স্বাগত বক্তব্য রাখেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী সঞ্জয় বনিক।
 বক্তব্য রাখেন শ্রীশ্রী কৈলাসেশ্বরী  কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাখন বনিক, সাধারণ সম্পাদক স্কাইল্যাব দে,  বাসন্তী পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক কাঞ্চন ঘোষ।
অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

হত্যার ভয় দেখিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করলেন বাবা,

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যার ভয় দেখিয়ে নিজের মেয়েকেই জোরপূর্বক ধর্ষণ করে মোঃ আলী (৪০) নামক জনক পিতা।ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ে বাবার ধর্ষণে গর্ভবতী হয় বলে জানা যায় মোহাম্মদ আলী উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনোহর চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত এমদাদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে সকাল ৮টার দিকে […]

সমাদর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্রগ্রাম): রাউজান উপজেলার পূর্ব আধারমানিক খ্যাতিপাড়ায় সামাজিক সংগঠন সমাদর ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ষবরণ, গুনীজন সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল ২০১৫ রবিবার স্থানীয় মাঠে সংগঠনের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সারাদিন ব‍্যাপি অনুষ্ঠান মালার সকালবেলা অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মীয় গাথা প্রতিযোগীতা, ক্রিড়া প্রতিযোগীতা। […]