কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতরাতে কয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর আগে গেলো ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙলো দুর্বৃত্তরা।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রসাশনকে জানালে ঘটনাস্থলে যান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে। ইতোমধ্যে পুলিশের বিভিন্ন গোয়েন্দা ইউনিট এ ঘটনা তদন্তে কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন ব্রিটিশ-বিরোধী আন্দোলনের প্রথম সারির বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই বেশি পরিচিত। ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি । মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে মৃত্যুবরণ করেন বাঘা যতীন।