কুড়িগ্রাম জেলা দিনে গরম, রাতে ঠান্ডা
শেখ মাহমুদুল হাসান রিশাদ ইস্টার্ন ইউনিভার্সিটি প্রতিনিধি:অন্যান্য জেলার মানুষেরা যেখানে গরমে অতিষ্ঠ সেখানে যেনো কুড়িগ্রাম জেলায় শীতকাল এখনো রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা ৩১° সেলসিয়াস ছুলেও তেমন গরম অনুভব হয় না। এদিকে সন্ধ্যা থেকে পরতে শুরু করে তীব্রশীত। গভীর রাতে দেখা যায় কখনো কখনো ১৮° সেলসিয়াসেও তাপমাত্রা নেমে যায়। এছাড়াও ভোরের দিকে কুয়াশা এখনো দেখা পাওয়া যায় এদিকে।