মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি)নারী ধর্ষন ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্রগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ।ধর্ষন ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আজ ১৭ অক্টোবর ২০২০ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় ৬ নং কালাপানিয়া ইউনিয়ন পরিষদে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।৬নং কালাপানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলিমুর রাজী টিটু বলেন, নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ভাবে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে, তবেই এই ব্যাধি রোধ করা সম্ভব হবে। জনগনেরর সমস্যা নিরসনে আমরা জনপ্রতিনিধিরা প্রশাসনের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছি। যে যত বেশি ক্ষমতাশীল হোক না কেন নারী ধর্ষন ও নির্যাতনে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আ্ওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
এই বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন সন্দ্বীপ থানার অফিসার ইনর্চাজ বশির আহম্মেদ।
এ প্রসঙ্গে সমাবেশের সভাপতি ও সন্দ্বীপ থানার অফিসার ইনর্চাজ বশির আহম্মেদ বলেন আইন সকলের জন্য সমান, কেউ অপরাধ করে পার পাবে না। তাই এই বিষয়ে সকলকে আরো সচেতন হতে হবে। তিনি আরো বলেন পুলিশ জনগনের বন্ধু শত্রু নয়। সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে জনগনকে একত্রিত হয়ে পুলিশ কে সহযোগীতা করার আহ্বান জানান।
এসময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মনিরুজাম্মান আরমান সহ কালাপানিয়া ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী সহ নানা পেশার সাধারন জনগন।