কালাপানিয়া ইউনিয়ণ চেয়ারম্যান আলিমুর রাজী টিটু সহ ৭ জন করোনা আক্রান্ত
ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি): ২ জুন কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুর রাজী টিটুর বড় ভাই কালাপানিয়া ইউনিয়ণ আওয়ামিলীগের সভাপতি মনিরুজাম্মান আরমানের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে তার সাথে তার পরিবারের ও বাড়ির সবার নমুনা পরীক্ষা করতে নিয়ে যাই সেখানে রির্পোট অনুযায়ী কালাপানিয়া ইউনিয়ণের চেয়ারম্যান সহ তার পরিবারের ৭ জন করোনা পরীক্ষায় রির্পোট পজেটিভ আসে বলে জানান ডাঃ ফজলুল করিম স্বাস্থ্য কর্মকতা সন্দ্বীপ উপজেলা। এবং তিনি বলেন কালাপানিয়া ইউনিয়ণ আওয়ামিলীগের সভাপতি মনিরুজাম্মান আরমানের ২য় নমুনা পরীক্ষায় রির্পোট নেগেটিভ আসছে বলেও জানান তিনি। সবার সুস্থতা কামনা করি।