কাঁচা রাস্তা পাকা ও সেতু-কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

Share the post

মোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : ‘গ্রাম বাংলার পথ চলাচল হোক নিরাপদ’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, সেতু-কালভার্ট এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়বাইশদিয়া ইউনিয়ন অবহেলিত। ইউনিয়নটির যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদায় একেবারে অচল হয়ে পড়ে, ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু, কালভার্ট ও টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় বহু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দ্রুত এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে এই জনপদ উন্নয়নের দিক দিয়ে আরও পিছিয়ে পড়বে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

তালায় তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুরু

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা […]

ইবিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে বর্ণিল আয়োজন

Share the post

Share the postইবি প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজন করেছেন পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীকাল (১৬ আগস্ট) শনিবার বিশ্ববিদ্যালয়ের থানা সংলগ্ন সবুজ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ […]