কষ্টে দিন কাটছে ভোলার মানতা সম্প্রদায়ের

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১ : স্বাভাবিক জীবনের ছোঁয়া যেন তাঁদের কাছে স্বপ্ন। ঘরবাড়ি, বসতভিটা বা সামান্য জমিজমাও নেই। জীবনযুদ্ধের একমাত্র অবলম্বন তিন তক্তার ছোট্ট নৌকা। নদীতে মাছ পেলে খাবার জোটে, না পেলে উপোস থাকতে হয়। এমনই কঠিন বাস্তবতার মধ্যে দিন কাটছে ভোলার উপকূলের নৌকাভাসি মানতা সম্প্রদায়ের।

মার্চ-এপ্রিল মাসজুড়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ। ফলে পুরো দুই মাস উপার্জনের পথ বন্ধ মানতা পরিবারের। এর মধ্যে রমজান মাস থাকায় দুর্ভোগ যেন আরও বেড়েছে। অনেকেই ঠিকমতো ইফতার ও সেহরির খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন।

মানতা পরিবারের রানী, রেশমি ও ফারজু জানান, “মাছ ধরা বন্ধ থাকায় উপার্জনও বন্ধ। ধার-দেনা করে কোনোভাবে দিন কাটাতে হচ্ছে। আমাদের কষ্ট কেউ দেখে না, কেউ খোঁজ নেয় না।”

এদিকে নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য সরকারিভাবে খাদ্য সহায়তা থাকলেও মানতা সম্প্রদায়ের জন্য তা বরাদ্দ নেই। ফলে চরম সংকটে পড়েছেন তাঁরা। বেদে সর্দার বশির বলেন, “আমাদের প্রতিটি পরিবার এখন অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। জেলেরা সহায়তা পেলেও আমরা বঞ্চিত থাকি।”

তবে মানতাদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। তিনি বলেন, “তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকায় অন্তর্ভুক্ত হলে জেলেদের মতো মানতাদেরও সহায়তা দেওয়া হবে।”

প্রজন্মের পর প্রজন্ম ধরে নদীর বুকে ভাসমান জীবন যাপন করা মানতারা আজও বঞ্চিত মৌলিক অধিকার থেকে। কেউ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে বেঁচে আছেন, কেউবা শুধুমাত্র অভাবের তাড়নায় এ পথে এসেছেন। সরকারিভাবে জেলেদের মতো তাঁদেরও সুযোগ-সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছেন মানতা সম্প্রদায়ের মানুষ।এই অবহেলিত জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশার অবসান হবে কি? সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে তাঁদের জীবনে আশার আলো জ্বালাতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার

Share the post

Share the post সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. মাসুদ রানা (৩৬) নামে সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত মাসুদ রানা উপজেলার সদর ইউনিয়নের লাল মিয়া বাজার (বামনডহর) এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের দিকে মাসুদ রানাকে জেলা আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে গত […]

দুর্গাপুর গণহত্যা দিবস পালিত

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। আলোচনা শুরুর আগে গণহত্যায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্ব ও একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য […]