করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তিন নির্দেশনা প্রধানমন্ত্রীর

Share the post

করোনা মোকাবিলার সাফল্যে স্বস্তিতে না থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে ৩ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। এদিকে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সাধারণের নাগালে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মোকাবিলায় সাফল্য থাকলেও, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তিন নির্দেশনা দিয়েছেন বলেও জনান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।করোনা সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় আবারও সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় জনসমাগম কমানোরও তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এক নম্বর হলো আমি সব জায়গায় বলছি আমরা খুব কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা না করি। হ্যাঁ, আমরা অনেক দেশ থেকে ভালো অবস্থায় আছি, কিন্তু এটা সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না যে আমরা একেবারে কমফোর্ট জোনে আছি।

তিনি বলেন, নম্বর হলো আমরা যে যেখানে থাকি, ভ্যাকসিন নিই বা না নিই, আমরা যেন অবশ্যই তিনটি জিনিস মেনে চলি। আমরা যেন অবশ্যই বাইরে মাস্ক ব্যবহার করি। যথাসম্ভব যাতে আমরা সতর্কতা অবলম্বন করি।

তিন নম্বর হলো- পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে বিশেষ করে কক্সবাজার বা হিলট্র্যাকসে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় গ্যাদারিং হচ্ছে, সেখানে যেন একটা লিমিটেড সংখ্যায় থাকি।

নিজেদের যেন একটা দায়িত্ববোধ থাকে, যেখানে বেশি সংখ্যক লোক আছে সেখানে যেন আমি না যাই। যারা যাবেন তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলি।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের বিনোদন কেন্দ্রগুলোতে এত বেশি লোক হুমড়ি খেয়ে পড়ছে, কেউ মাস্ক পরছে না। গত বছর মাস্ক না পরার জন্য মিয়ামি বিচে পুলিশ পিটুনি দিয়েছে, জলকামান ব্যবহার করেছে। সেজন্য আমরা প্রত্যেকে যেন একটা দায়িত্ব পালন করি, পাবলিক গ্যাদারিংয়ে আমি যেন অবস্থা বুঝে অংশ নিই।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা মনে করেছিলাম শীতকালে বোধ হয় পিকে (সর্বোচ্চ সংক্রমণ) চলে যাবে, কিন্তু আমাদের পিক ছিল হাই সামার। এপ্রিল, মে ও জুন আমাদের হাই সামার হবে। বিশেষজ্ঞরা যেটা বলেছেন সেই বিষয়ে আমাদের সবাইকে দৃষ্টি দিতে বলা হয়েছে, যেন আমরা যারা যার জায়গা থেকে প্রতিষ্ঠানিক ব্যক্তি বা দলীয় বা পারিবারিক লেভেল থেকে আমরা যাতে সতর্ক থাকি।

তিনি আরো জানান, রমজানে বাজার স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল, চিনি, খেজুর, ছোলা, মসুর ডাল, পেঁয়াজ ও আদা মজুত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এদিকে সরকারি কাজে ঋণ নেয়ার ক্ষেত্রে কর্মকর্তারা আইন লঙ্ঘন করলে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকার জরিমানার বিধান রেখে সরকারি ঋণ আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন ২০২১-এর খসড়া। আর চূড়ান্ত অনুমোদন পেলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১-এর খসড়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দুর্গাপুরে ধর্ষণের বিরুদ্ধে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি

Share the post

Share the postদুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন […]

ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না – ডা. শফিকুর রহমান

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের নামে কারো প্রতি জুলুম হবে না, জালেম ও এখন থেকে রেহাই পাবে না। এ জন্যই আমাদের লড়াই। আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার শুধু নই, বিচারের রায় ও কার্যকর করতে হবে। তাছাড়া আগামী ৯০ দিনের ভিতরে মামলার বিচার করে রায় […]