করোনা ভাইরাস থেকে জাতিকে রক্ষা করতে হলে দেশে ১৪৪ ধারার বিকল্প নেই-ফটিকছড়ি এমপি
মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী(ফটিকছড়ি): করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়ছে প্রতিদিন তা থেকে দেশবাসী, ফটিকছড়িবাসীকে রক্ষা করতে হলে ১৪৪ ধারা বা জরুরি অবস্থার কোনো বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর আহ্বান জানান এ বিষয়ে প্রশাসনকে অনুমতি দেওয়ার জন্য। ৬ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ফটিকছড়িতে উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ- ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষে জরুরী সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ১৪ দলীয় জোট নেতা বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি। এসময় তিনি আরও বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই কেউ ত্রাণ বিতরণ বা দিনের বেলায় ত্রাণ বিতরণ করতে পারবেনা। কিছু কিছু ক্ষেত্রে দিনের বেলায় ত্রাণ বিতরণ করতে পারবে প্রশাসনের অনুমতি নিয়ে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা এবং ত্রাণ বিতরণ করার জন্য বলেছেন এবং এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল মোঃ অারেফীনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম অাবু তৈয়ব, সহকারী কমিশনার ভূমি জানে অালম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াছ চৌধুরী, মেয়র ইসমাঈল হোসেন, ফটিকছড়ি থানা ওসি বাবুল অাকতার, ভূজপুর থানার ওসি শেখ অাব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যানবৃন্দরা, সাংবাদিক, উপজেলার সকল অফিসারা উপস্থিত ছিলেন।