করোনা ভাইরাসের সাবধানতাকে উপেক্ষা করে বেড়েই চলেছে যানবাহন

Share the post

সুব্রত মজুমদার( চট্টগ্রাম প্রতিনিধি): বিশ্বে এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে থেমে নেই মৃত্যুর মিছিল। প্রতিদিনিই যেন হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই মৃত্যুর মিছিল থেমে নেই বাংলাদেশেও।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে পৃথিবীর সবদেশ এখন লকডাউনে।তার থেকে ব্যাতিএম নন বাংলাদেশও।বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে ২৬শে মার্চ -৫ই মে পযন্ত সবকিছু লকডাউন ঘোষণা করেছে, সেখানে লকডাউন সম্পর্কে কোনো ধারণাই নেই সাধারণ মানুষের কাছে। প্রতিদিনিই নগরীর অলিতে – গলিতে, রাস্তা-ঘাটে অকারণে ঘুরাঘুরি, আড্ডা দিতে দেখা যায় এসব জন-সাধারণকে।এমনই এক ঘটনা ঘটে বন্দর নগরী চট্টগ্রামের রাহাওারপুলে ব্লুমিং পার্ক কনভেনশন হলের সামনে।

কোনো কারণ ছাড়াই অপ্রয়োজনীয়ভাবে মোটর বাইকের পিছনে, রিকশাই চেপে,সিএনজিতে করে যাতায়াত করতে দেখা যায়। এসময় রাস্তায় টহলরত এক সেনা সদস্যকে জিজ্ঞাসাবাদকালে তিনি বলেন,নগরীর চট্টগ্রামের অলিতে -গলিতে, রাস্তা-ঘাটে কোনোপ্রকার কারণ ছাড়াই অপ্রয়োজনীয়ভাবে,অবৈধভাবে, আড্ডা দিতে, ঘুরাঘুরি করতে,বিভিন্ন যানবাহনে করে যাতায়াত করতে দেখা যায়।

তাদেরকে করোনা ভাইরাস সাবধানতা অবলম্বন করার জন্য, অকারণে, অপ্রয়োজনীয়ভাবে ঘর থেকে বের না হওয়ার জন্য এবং জনসমাগম এড়িয়ে চলার জন্য কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তুু আর আর কত,সাধারণ মানুষদের সাবধানতা অবলম্বন করাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেনো হাঁপিয়ে উঠেছে।তারা এইও বলেছেন যে,যাদের জন্য এই লকডাউন ঘোষণা করেছে, সাধারণ ছুটির মেয়াদ বাড়িয়েছে তারা যদি নিজেরাই সতর্ক না হয়, সাবধান না হয় তাহলে করোনা ভাইরাস কে টিকিয়ে রাখা সম্ভব হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বঙ্গবন্ধু টানেল

Share the post

Share the postনিউজ ডেস্ক , চট্টগ্রাম চট্টগ্রাম চেম্বারের গোলটেবিল বৈঠকে এফবিসিসিআই সভাপতি পরিপূর্ণ সুফল পেতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে গুরুত্ব আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ অক্টোবর, ২০২৩  বঙ্গবন্ধু টানেল দেশের পূর্বাঞ্চল বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর এবং ভারতের সেভেন সিস্টারস–এর মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে। উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেল নিয়ে গতকাল নগরীর আগ্রাবাদ […]

মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতকালীন কম্বল বিতরণ

Share the post

Share the postচট্টগ্রাম সংবাদ: মানবতার ফেরিওয়ালা চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর মধ্যরাতে নগরের জামালখান,চকবাজার,চট্টগ্রাম মেডিকেল,ওয়াসা,কাজির দেউড়ি,সিআরবি,দেওয়ানহাট সহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতের আঁধারে এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে, তাদের কষ্টকে লাঘব করতে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়। মানবতার ফেরিওয়ালার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের নির্দেশনা মোতাবেক মানবতার ফেরিওয়ালার চট্টগ্রাম […]