করোনা ভাইরাসের জন্য উপজেলা বাসিকে সর্তকতা বার্তা দেন শাল্লা উপজেলা চেয়ারম্যান
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট) : প্রিয় দিরাই ও শাল্লাবাসী সালাম আদাব ও শুভেচ্ছা নিবেন। পৃথিবী আজ কঠিন একটি সময় পার করছে ,আশা করি সবাই এই বিষয়ে জ্ঞাত আছেন। করোনা ভাইরাস একটি আতংকের নাম পৃথিবীজুড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের কল্যান ও নিরাপত্তা বজায় রাখার ব্যবস্হা গ্রহন করেছেন। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব দিরাই শাল্লার মাননীয় এমপি এই পরিস্থিতিতে খুবই উদ্বিগ্ম। নির্বাচনী এলাকার মানুষের কল্যানে যথা সাধ্য আন্তরিক ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেনীর মানুষ কে স্ব স্ব অবস্থানে থেকে নিজ দায়িত্বে কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। মন্ত্রী,এম,পি গন এই নির্দেশের বাইরে নয়। আমাদের দিরাই শাল্লার এম পি এক মুহুর্তও বসে নেই । উনি উনার অবস্থান থেকে সার্বিক যোগাযোগ রাখছেন দ্বায়িত্বশীল নেতা কর্মী ও প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে। গরীব অসহায় শ্রমজীবি মানুষের কাছে সরকারের পক্ষথেকে গত সপ্তাহে ১৯৫০ জনকে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ইউ পি চেয়ারম্যানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। কোন প্রকার দুর্নীতি যাহাতে না হয় সেই ব্যাপারে কঠোর অবস্থানে ছিলেন মাননীয় এমপি । আগামী কয়েক দিনের মধ্যে দুই থানায় আরো ৮৫৫০ পরিবার কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি হস্তান্তরের প্রক্রিয়া করছেন ড,জয়া সেন গুপ্তা। দিরাই ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ সকল ডাক্তার ও নার্সদের কে সক্রিয় থাকতে নির্দেশনা দিয়েছেন। দিরাই ও শাল্লা হাসপাতালে পিপিই সরবরাহ করেছেন এবং আরো প্রয়োজনীয় পিপিই সরবরাহের ব্যবস্থা নিচ্ছেন। উপজেলার প্রত্যেক টি কমিউনিটি ক্লিনিক উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নার্স যাহাতে নিয়মিত দায়িত্ব পালন করেন সে ব্যাপারে সার্বিক তদারকি করছেন মাননীয় এম,পি ড: জয়া সেন গুপ্ত জাতীর এই কঠিন দুর্দিনে মাননীয় এম পি আপনাদের পাশে আছেন সব সময় থাকবেন। সরকার প্রদত্ব প্রতিটি নির্দেশনা নিয়ম কানুন মানা, সর্ব প্রকার সামাজিক অনুষ্ঠান পরিহার,সামাজিক দুরত্ব বজায় রাখা,অপ্রয়োজনীয় দোকান পাঠ বন্ধ করা, মাস্ক ব্যাবহার ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সবিনয় অনুরোধ জানিয়েছেন মাননীয় এম পি ড,জয়া সেন গুপ্ত। ড:জয়া সেন গুপ্ত’র নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংঘটনের সকল নেতা কর্মী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মানীয় এমপি ড, জয়া সেন গুপ্তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগন যাহাতে সুস্থ থাকেন এই শুভ কামনায় আল আমিন চৌধুরী উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক, শাল্লা উপজেলা আওয়ামীলীগ।