করোনার কারনে বাড়িভাড়া নেবেন না মানবতার স্বেচ্ছাসেবক: এবিএম আবুল হোসেন রাজু
সাইফুল ইসলাম তাহসান: বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের ও বাংলাদেশ রেডক্রিসেন্টের আওয়াতায়ধীন সংগঠন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি উখিয়া উপজেলা টিম লিডার এবং টেকনাফ উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোসেন রাজু তিনি তার নিজ জন্মভূমিতে করোনার কারনে বাড়িভাড়া নেবেন না এই বাড়িওয়ালা। বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনাভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। ইতোমধ্যে এই ভাইরাসে বাংলাদেশে তিনজনের মৃ’ত্যু হয়েছে। আ’ক্রান্ত হয়েছে ৩৩ জন। এমতাবস্তায়, অনেকেই বাড়িভাড়া মাফ করে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার বাড়িভাড়া নেবেন না কক্সবাজারের টেকনাফের রাজু ভাইয়ের বাসা ভাড়ার মালিক এবিএম আবুল হোসেন রাজু । আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন এতে তিনি শহরের আলোচনার কেন্দ্রে পরিণত হয়। মাসে ভাড়া দিতে হয় ৩০ হাজার টাকার বেশি। মার্চ মাসে মানবিক বিবেচনায় তা মওকুফ করা হয়েছে। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।